ভোটের বদলে রক্ত ও প্রশ্রাব চায় দুনিয়া আখেরাত পার্টি!!
“স্টাফ রিপোর্টার ঃ দুনিয়া আখেরাত পার্টি(ডিএপি) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ, সকলের কাছে গ্রহন যোগ্য হওয়ার লক্ষন না দেখে সংসদ নির্বাচন বর্জন করার কথা উল্লেখ করে গতকাল (৮/১২/১৮ ) সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষনা করে বলা হয় তারা ভোট চাওয়ার বদলে বিশেষ স্বাস্থ্য সেবা শুরু করেছে। সিলেট নির্বাচনী আসন ১ এ সকল প্রাপ্ত বয়স্ক লোকের বাড়ী বাড়ী ঘরে ঘরে সর্বস্থরের মানুষের অসংক্রামক রোগ(ঘঈউ) যেমন ডায়াবেটিস ,হাই প্রেসার ও কিডনি রোগ আগাম শন্ক্তা করবে পার্টির সেবা মুলক অঙ্গ সংগঠন “আসেক্ষ-” । সংবাদ সম্মেলনে পািির্র্টর সভাপতি ডাঃ মখলিছউর রহমান বলেন দুনিয়া আখেরাত পার্টি একটি ব্যতিক্রমী রাজনৈতিক সংগঠন যা ক্ষমতার বাইরে থেকে কি ভাবে ব্যাপক জনস্বার্র্থ ও জনকল্যানমূলক কাজ করা যায় তা নিয়ে জন্মলগ্ন থেকেই সাধ্য মতো কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শুভ লগ্নে নির্বাচনে অংশ না করলেও এক ব্যতিক্রমী স্বাস্থ্য সেবায় মাঠে নেমেছে পার্টির সেবা মুলক অঙ্গ সংগঠন “আসেক্ষ-” যার মাধ্যমে সিলেট সংসদীয় আসন ১ এলাকায় বাড়ী বাড়ী, ঘরে ঘরে সর্বস্থরের মানুষের অসংক্রামক রোগ(ঘঈউ) ডায়াবেটিস ,হাই প্রেসার ও কিডনি রোগ আগাম শন্ক্তা করার কাজ চলছে। । তিনি বলেন দুনিয়া আখেরাত পার্টির অঙ্গ সংগঠন আসেক্ষ- (আগে সেবা পরে ক্ষমতা ) এর একঝাঁক নিবেদিত তরুন স্বাস্থ্যকমীর্ ইতোমধ্যে পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি , ডায়াবেটিস, কিডনি রোগের বিশিষ্ট চিকিৎসক ও গবেষক, , মর্নিংবার্ড প্যারামেডিক কলেজের অধ্যক্ষ ডাঃ মখলিছউর রহমান এর ব্যতিক্রমি আইডিয়ায় উদ্বোদ্ধ হয়ে অসংক্রামক রোগ (ঘঈউ) ডায়াবেটিস ,হাই প্রেসার ও কিডনি রোগ আগাম শন্ক্তা করতে ব্যাপক প্রশ্ক্ষিন নিয়ে নির্বাচনী এলাকা সিলেট ১ আসনের সকল বাড়ী বাড়ী, ঘরে ঘরে ভোট না চেয়ে স্বল্প মূল্যে (মাত্র ৫০ টাকা- যার প্রকৃত ব্যয় প্রায় ২০০-৩০০ টাকা ) কয়েকটি অসংক্রামক রোগ (ঘঈউ) শনাক্ত করতে কাজ শুরু করেছে। ডায়াবেটিস ,হাই প্রেসার এবং কিড্নি রোগ থেকে নানান জটিলতা, জটিলতা থেকে ব্যাক্তি তথা পরিবার তথা রাষ্ট্রের বাড়তি ব্যায় হয় এবং আক্রান্ত রোগীর কর্মক্ষমতা কমিয়ে দেয়- তা থেকে কি ভাবে মানুষকে আগেভাগে সতর্ক থাকতে হয়, তা নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরী করে প্রাথমিক উপদেশ দিয়ে যাচ্ছে আসেক্ষ স্বাস্থ্যকর্মীদল। সংবাদ সম্মেলনে আরও জানান হয় ডায়াবেটিস ,হাই প্রেসার এবং কিড্নি রোগ থেকে নানান জটিলতা, জটিলতা থেকে ব্যক্তি তথা পরিবার তথা রাষ্ট্রের বাড়তি ব্যায় হয় এবং আক্রান্ত রোগীর কর্মক্ষমতা কমিয়ে দেয়- তা থেকে কি ভাবে মানুষকে আগেভাগে সতর্ক থাকতে হয়, তা নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরী করে প্রাথমিক উপদেশ দিয়ে যাচ্ছে আসেক্ষ স্বাস্থ্যকর্মীদল। ইতিমধ্যে সিলেট নগরীসহ নির্বাচনী এলাকা সিলেট ১ এর বিভিন্ন এলাকায় কর্মসূচী শুরু করে ব্যাপক জনগোষ্ঠিকে সেবার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্টির অঙ্গ সংগঠন আসেক্ষের স্বাস্থ্য কর্মী। ডায়াবেটিস ,হাই প্রেসার এবং কিড্নি রোগ পাশাপাশি সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে এবং গ্রাম মহল্লায় বেশ কয়েকটি ফ্রি মেডিকেল ক্যাম্প করার স্দ্ধিান্ত নিয়েছে দুনিয়া আখেরাত পার্টির সেবা মুলক অঙ্গ সংগঠন “আসেক্ষ-” । ভোট চাইনা “এক ফোটা রক্ত ও সামান্য প্র¯্রাব চাই” এমন শ্লোগানে ভর করে মাঠে কাজ অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সাধারন সম্পাদক ভার প্রাপ্ত সম্পাদক তারেক আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম জিলানী, ধর্ম বিষয়ক সম্পাদক আং রহিম যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালমান খাঁন, আসেক্ষের স্বাস্থ্য কর্মী বৃষ্টি বেগম, জবা, জোয়েল মিয়া,নয়ন মিয়া,রজব আলী,জয়নাল আবেদিন,প্রনব সিংহ,সুমা বেগম, সেলিনা আক্তার, শ্রাবনী, সীমা বেগম, আসমা আক্তার, পপি আক্তার, সানজিদা সুলতানা,মরিয়ম বেগম, তমা দে প্রমুখ