দু.আ.ডেক্স ঃ দুনিয়া আখেরাত পার্টি ও পার্টির অঙ্গ সংগঠন আসেক্ষ কর্তৃক মহান বিজয় দিবস যথাযত মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে দলের সিলেট সুবিদ বাজারস্থ কার্যালয় থেকে সকাল সাড়ে নয়টায় বিজয় র্যালি বের করা হয়। বিজয় র্যালি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তি যুদ্ধের শহীদদের প্রতি পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা জানায়। পরে দুপুর ১২ টায় মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সুবিদ বাজারস্থ পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। দুনিয়া আখেরাত পাটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মখলিছউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সংগঠনের কার্যকরী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আং জলিলের পরিচালনায় এবং আসেক্ষর সক্রিয় সদস্য রজব আলীর কোরআন তিলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন পার্টির ভার প্রাপ্ত সাধারন সম্পাদক তারেক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা জালালী, সাংগঠনিক সম্পাদক আং জলিল, জুনিওর গ্রুপের সম্পাদক ওয়ারিছ খাঁন, সদস্য ফয়ছল আহমদ, দুনিয়া আখেরাত পার্টির সেবা মুলক অঙ্গ সংগঠন আসেক্ষ এর সিনিওর সদস্য বৃষ্টি বেগম। সভাপতির বক্তব্যে ডাঃ মখলিছউর রহমান বলেন লক্ষ শহীদের রক্ত এবং লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে বটে কিন্তু স্বাধীনতার ৪৭বৎসর পরও মানুষের প্রকৃত মুক্তি অর্জন হয় নাই। গণতন্ত্র ও মানুষের মুক্তির জন্য দুনিয়া আখেরাত পার্টি জন্ম লগ্ন থেকে লড়াই করে যাচ্ছে। উন্নয়নের নামে দেশে ধনী দরিদ্র ব্যবধান বেড়েই চলেছে ।সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র , বাক স্বাধীনতা অনেকটা বন্ধী করে রেখেছে ক্ষমতাশীল শক্তি। তিনি আরও বলেন ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতাকে গলাটিপে রাখতে ডিজিটেল নিরাপত্তা আইন পাশ করেছে বর্তমান সরকার। গণমানুষের শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপদিতে অবিলম্বে গণমাধ্যম প্রতিনীধি কর্তৃৃক ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে বাস্তবায়নের দাবি জানান। একাদশ জাতিয় সংসদ নির্বাচন নিয়ে দুনিয়া আখেরাত পার্টি প্রধান বলেন যদিও নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় দুনিয়া আখেরাত পার্টি নির্বাচন বর্জন করেছে তথাপি আগামী নির্বাচনে ভোটার নিরাপদে নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারা এবং প্রার্থীরা নির্ভয়ে নিরাপদে প্রচার প্রচারনা চালাতে পারে , নির্বাচনকে কেন্দ্র করে এক ফোটা রক্তও যাতে না জরে সে দায়ীত্ব সরকারকে এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। বিজয়ের মাসে সবার নিরাপত্তা ও সুখশান্তি কামনা করে দুনিয়া আখেরাত পার্টি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দলের ও আসেক্ষের সদস্যদেরকে আহ্বান জানান ডাঃ মখলিছউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিলেট জেলা ভারপ্রাপ্ত সভাপতি সাদেকুর রহমান টিপু, যুবনেতা আবুবকর স্বাধীন, সদস্য সফিক, ফয়ছল আহমদ, আসেক্ষের সদস্য জবা মালাকার, সানজিদা বেগম,জুয়েলমিয়া, শ্রাবনি আক্তার,সোমা বেগম,রাশিয়া আক্তার,আছমা আক্তার,রজব আলি,নাজমিন ফাতেহা মুনি,œ পপি আক্তার,সিমা বেগম,অষেশ রেমা , শাহানা আক্তার প্রমুখ,