দুনিয়া আখেরাত পার্টির উদ্যোগে এক জরুরী সভা অনুণ্টিত হয়
Dunia Akherat Party August 31, 2018 0 COMMENTS
অদ্য (৩১/৮/২০১৮) দুনিয়া আখেরাত পার্টির উদ্যোগে এক জরুরী সভা পার্টির সভাপতি পার্টির সভাপতি ডা: মখলছিউর রহমান এর সভাপতিত্বে অনুণ্টিত হয়। সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয় আলোচনা করে আগামি জাতীয় নির্বাচনে সকল দলের অংশ গ্রহন মুলক নির্বাচন অনুষ্টানের পরিবেশ তৈরী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়। আসন্ন সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত শীগ্র ্র জানান হবে।সভায সাংগঠনিক কর্মকান্ডকে শক্তিশালী করার সিদ্ধvন্ত নেয়া হয়। সভায় সংগঠনের কেন্দ্রিয় কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেক্রেটারীর নতুন পদ সৃষ্টি করে বিশিষ্ট সমাজসেবক ও সফ্টIয়ার ইন্জিনিয়ার জনাব জুনেদ আহমদকে দায়ীত্ব দেয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভার প্রাপ্ত সাধারন সম্পাদক তারেক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা কবি শাহিনা জালালী, মৌলভী বাজার জেলা আহ্বায়ক সুলতান মাহমুদ, জেলা সহসভাপতি, সাদেকুর রহমান টিপু,
সমাজসবো সম্পাদক আং রহমি , যুব ও শ্রমিক নেতা আবু বকর , সদস্য কাজল,মাসুক প্রমুখ।
RELATED ARTICLES
সর্বশেষ প্রকাশিত
- দুণিয়াআখেরাত পার্টির উদ্যোগে সিলেট নগরীর বন্দর বাজারের পুলিশ ফাঁড়িতে রায়হান নামক এক যুবককে নির্যাতন করে হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ অনুষ্টিত হয়।
- করোনা প্রতিরোধে মাক্স ব্যবহারে সিলেটে প্রচার প্রচারনা, ও ঔষধ বিতরন করেছে দুনিয়া আখেরাত পার্টি-
- করোনা প্রতিরোধে মাক্স ব্যবহারে সিলেটে প্রচার প্রচারনা, ও ঔষধ বিতরন করেছে দুনিয়া আখেরাত পার্টি
- দুনিয়া আখেরাত পার্টি(ডিএপি)নির্বাচন বর্জন করার কথা উল্লেখ করে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে
- দুনিয়া আখেরাত পার্টির(ডিএপি) নির্বাচন বর্জন করে নির্বাচনী ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে