July 28, 2021
  • 3:12 pm দুণিয়াআখেরাত পার্টির  উদ্যোগে  সিলেট  নগরীর বন্দর বাজারের পুলিশ ফাঁড়িতে  রায়হান নামক এক যুবককে নির্যাতন করে হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ অনুষ্টিত   হয়।
  • 4:45 pm করোনা প্রতিরোধে মাক্স ব্যবহারে সিলেটে প্রচার প্রচারনা, ও ঔষধ বিতরন করেছে দুনিয়া আখেরাত পার্টি-
  • 4:21 am করোনা প্রতিরোধে মাক্স ব্যবহারে সিলেটে প্রচার প্রচারনা, ও ঔষধ বিতরন করেছে দুনিয়া আখেরাত পার্টি
  • 10:58 am দুনিয়া আখেরাত পার্টি(ডিএপি)নির্বাচন বর্জন করার কথা উল্লেখ করে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে
  • 10:42 am দুনিয়া আখেরাত পার্টির(ডিএপি) নির্বাচন বর্জন করে নির্বাচনী ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে

দুনিয়া আখেরাত পার্টির(ডিএপি) নির্বাচন বর্জন করে  নির্বাচনী ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে

দুনিয়া আখেরাত পার্টি(ডিএপি ) ও পার্টির সেবা মুলক অঙ্গ সংগঠন “আসেক্ষ-”এর যৌথ উদ্যোগে     আগামি ১৫/১২/১৮ ইং সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত    সিলেট সুবিদ বাজারস্থ হাজী পাড়া আরবান স্লাম আনন্দ স্কুলে এক ফ্রি-মেডিক্যাল ক্যাম্প ও সল্পমুল্যে ডায়াবেটিস ও  কিডনি রোগের রক্ত ও প্রশ্রাব পরীক্ষা করা হবে। এতে ২০ উর্ধ যে কেউ যে কোন রোগের জন্য সেবা নিতে পারবেন।  উক্ত   ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রদান করবেন   বিশিষ্ট চিকিৎসক  ডায়াবেটিস কিডনি রোগ ও উচ্চ রক্ত চাপ গবেষক , মর্নিংবার্ড প্যারামেডিক  কলেজের  অধ্যক্ষ দুনিয়া আখেরাত পার্টি(ডিএপি) এর সভাপতি ডাঃ মখলিছউর রহমান ও অন্যান্য চিকিৎসকবৃন্দ এবং  “আসেক্ষ-”   এর স্বাস্থ্য কর্মী । উল্লেখ্য দুনিয়া আখেরাত পার্টি(ডিএপি)   আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন   অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ,  সকলের কাছে গ্রহন যোগ্য  হওয়ার লক্ষন না দেখে  সংসদ নির্বাচন বর্জন করার কথা  ঘোষনা দিয়ে বিগত ৮/১২/১৮ ইং তারিখ   সিলেট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক  ঘোষনা করে বলা হয় দলটি  ভোট চাওয়ার বদলে বিশেষ  নির্বাচনীী স্বাস্থ্য  সেবা শুরু করেছে সিলেট নির্বাচনী আসন ১ যাতে   সকল প্রাপ্ত বয়স্ক লোকের বাড়ী বাড়ী ঘরে ঘরে  সর্বস্থরের মানুষর ডায়াবেটিস ,হাই প্রেসার ও কিডনি রোগ  আগাম শন্ক্তা করবে এবং বেশ কয়েকটি  ফ্রি মেডিক্যোল ক্যাম্প করবে  দুনিয়া আখেরাত পার্টি(ডিএপি     সেবা মুলক অঙ্গ সংগঠন “আসেক্ষ-” ।